১নং বুধন্তি ইউনিয়ন পরিষদ কার্যvjq
উপজেলা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া৷
চেয়ারম্যান- আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম৷
email- budhantiupbijoynagar@gmail.com mobile- 01716273452
স্বারক নং-বুঃইউপি/বিজয়ঃ২০১৪/১৫-১৮ তারিখঃ ০৯ অক্টোবর ২০১৪ খ্রিঃ
নিয়োগ বিজ্ঞপ্তি
এতদ্বারা ১ নং বুধন্তি ইউণিয়নের সর্ব সাধারণের জন্য জানানো যাচ্ছে যে,১নং বুধন্তি ইউনিয়নে ৩নং ওয়ার্ডে মহল্লাদার পদে ১(এক) জন গ্রাম পুলিশ পদ শূন্য আছে ৷ এই বিজ্ঞপ্তি প্রাপ্তির পর হইতে ০৭(সাত) দিনের মধ্যে নিন্ম স্বাক্ষরকারীর বরাবরে লিখিত শর্ত সাপেক্ষে আবেদন প্ত্র জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে বলা হলো।
বিষয়টি অতিব জরুরী৷
প্রার্থীর নাম ও পূর্ণ ঠিকানা
প্রার্থীকে অবশ্যই এই ইউনিয়নের স্থায়ী বাসিন্ধা হতে হবে৷
বয়স ১৬/১০/২০১৪ ইং তারিখে ১৮-৩০ বত্সর৷
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনী পাশ৷
আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখঃ ১৬/১০/২০১৪ইং৷
অনুলিপি সদয় অবগতির জন্যঃ
১৷ উপজেলা নিবার্হী অফিসার, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া৷
২৷ অফিসার ইনচার্জ, বিজয়নগর থানা।
৩৷ ইউনিয়ন পরিষদ নোটিশ বোর্ড|
৪। ইউনিয়ন ওয়েব পোর্টাল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS