History
আলীনগর শাহী ঈদগাহ ময়দান টি ১৯৩৯ সালে এলাকার জনগনের সর্বাত্তক প্রচেষ্টার ফলে গড়ে উঠে। উক্ত ঈদগাহ টি থাকাতে এলাকার জনগণের ঈদ উল ফিতর ও ঈদ উল আযহার নামাজ পড়তে সুবিধা হয়। ঈদগাহ টি ঢাকা- সিলেট মহাসড়কের পাশে থাকাতে দেশের বিভিন্ন জায়গার মানুষ ঈদের নামাজ পড়ে থাকেন।