Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বুধন্তি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন
বিস্তারিত

গ্রামীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের প্রাথমিক স্তরে ইউনিয়ন পরিষদের অবস্থান। গ্রামীণ আত্ব-সামাজিক উন্নয়ন,পরিকল্পনা প্রনয়ন বাস্তবায়ন এবং জনগনেরঅংশগ্রহণ নিষ্চিত করতে ইউনিয়ন পরিষদের গুরূত্ব অপরিসীস। গ্রামীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে  ইউনিয়ন পরিষদ বিভিন্ন সময়ে বিবর্তনের মধ্য দিয়ে আত্বপ্রকাশ করেন। বৃটিশ ষাসনামলের পূবে উপমহাদেশের গ্রামে পঞ্চায়েত প্রথা চালু ছিল। গ্রামের গন্যমান্য বয়স্ক লোকদের নিয়ে পঞ্চায়েত গঠিত হত। কিন্তু এর কোন আইনগত ভিত্তি ছিল না। তবে এর মূল দায়িত্ব ছিল সামাজিক বিষয়াদি সম্পর্কে সিগ্ধান্ত নেওয়া এবং বিচার কায সম্পাদন গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষা করা। পঞ্চায়েত গুলো এসব দায়িত্ব পালনের জন্য নিজেরাই সম্পদ আহরণ করতো

ইউনিয়নপরিষদআইন-২০০৯অনুযায়ীমোট১০৮টিধারাও৫টিতফসিলরয়েছে। প্রত্যেকইউনিয়নপরিষদেসুষ্ঠভাবেকাজকরারজন্যসরকারিবিধিমোতাবেককমিটিগঠনকরারকথাবলাহয়েছে।