|
গ্রাম আদালত মামলার আবেদন প্রত্রের নমুনা
বরাবর,
চেয়ারম্যান
১নং বুধন্তি ইউনিয়ন পরিসদ
বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
বিষয় : অভিযোগ।
আবেদন কারীর নাম ও ঠিকানা |
প্রতিবাদীর নাম ও ঠিকানা |
স্বাক্ষীগনের নাম ও ঠিকানা |
মো: কদর আলী, পিতা: মৃত হাছন আলী, সাং- শশই, ইউপি : বুথন্তি, উপজেলা : বিজয়নগর, জেলা : ব্রাহ্মণবাড়িয়া। |
১। অহিদ মিয়া ২। ফরিদ মিয়া ৩। সৈয়দ আলী সব পিতা : মৃত ছিদ্দিক আলী, সাং- শশই, ইউপি : বুথন্তি, উপজেলা : বিজয়নগর, জেলা : ব্রাহ্মণবাড়িয়া। |
|
জনাব বিনীত নিবেদন এই যে, আমি নিম্ম স্বাক্ষরকারী আপনার কাযালয়ে স্বশরীরে উপস্থিত হইয়া অভিযোগ করিতেছি যে, উপরোক্ত নামিও আসামীগন প্রায় ২০/২২ দিন পূবে জোর পূবক আমার বাড়ির পশ্চিমে আমার নিজের পুকুরের মাছ ধরিয়া নিয়া যায়। আমি দেখিয়া বাধা দিলে বিবাদীগন আমাকে মারার জন্য এগিয়ে আসে। আসামীগন অনেক লোক থাকায় আমি ওই স্থান হতে চলিয়া গিয়া গ্রামের গন্যমান্য ব্যাক্তিগনকে জানাই। থখন গ্রামের গন্যমান্য ব্যাক্তিগন আমাদের উভয় পক্ষকে িডাকিয়া আনিলে আমার পুকুরের ধরা মাছ বিক্রি করিয়া আমাকে টাকা দিবে বলে সিগ্ধান্ত হয় এবং আমি তাহা মানিয়া নেই। কিন্তু বিবাদীগন মাছ বিক্রি করেও এখন পযন্ত আমার টাকা দেয় নাই। আমি টাকা খুজতে গেলে আমাকে মারার হুমকি দিচ্ছে।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন আমার অভিযোগের সুষ্ঠ বিচার করিতে আপনার সদয় মজি হয়।
আবেদনকারীর স্বাক্ষর
জাতীয় পরিচয়পত্র নং-
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস