Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ
বিস্তারিত

এক নজরেঃ

কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ একটি অরাজনৈতিক ও ধুমপানমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান।

অবস্থানঃ ইসলামপুর, ইউপিঃ বুধন্তি, উপজেলাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।

প্রতিষ্ঠাতাঃ আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম

প্রতিষ্ঠাকালঃ ৯ এপ্রিল ১৯৯৬ খ্রিস্টাব্দ, ২৬ চৈত্র ১৪০২ বঙ্গাব্দ।

মোট জমির পরিমাণঃ ২,০৪ একর

মোটঃ ছাত্র/ছাত্রীর সংখ্যাঃ ২৭৩৮ জন।

কলেজ কোডঃ স্নাতক (সম্মান) ও স্নাতক (পাশ)- ৩৮১৫ (জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত)।

                 উচ্চ মাধ্যমিক- ৯০০৩ (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  মিক্ষা বোড, কুমিল্লা কর্তৃক প্রদত্ত)।

                 উচ্চ মাধ্যমিক ১ম বর্ষে ভর্তিরজন্য ইন সম্বর- ১০৩২৯০

                 এইচএসসি (ব্যাবসায় ব্যাবস্থাপনা)ঃ- ৬৪০১৭ (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোড কর্তৃক প্রদত্ত)

 

চালুকৃত বিভাগসমূহঃ (ক) বিবিএ (অনাস) ঃ হিসাব বিজ্ঞান, ব্যাবস্থাপনা বিবিএস(অনাস)ঃ হিসাব বিজ্ঞান, ব্যাবস্থাপনা

বিএসএস(অনাস)ঃ সমাজ বিজ্ঞান

(খ) স্নাতক (পাশ)ঃ বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি

(গ) উচ্চ মাধ্যমিকঃ বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা

(ঘ)  এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ঃ কম্পউটার অপারেশন, হিসাব রক্ষণ, সেক্রিটারিয়েল সায়েন্স, ব্যাংকিং ও উদ্যোক্তার উন্নয়ন।

 

একাডেমিক স্বীকৃতি লাভঃ (ক) উচ্চ মাধ্যমিক ৩ আগষ্ট ১৯৯৬ খ্রিষ্টাব্দ (খ) এইচএসসি (বিএম) ১০ সেপ্টেম্বর ১৯৯৯ খ্রিষ্টাব্দ (গ) স্নাতক (পাশ) ২৬ জানুয়ারী ২০০০ খ্রিষ্টাব্দ (ঘ) স্নাতক (অনাস) ২৬ জানুয়ারী ২০০৬ খ্রিষ্টাব্দ।

 

শিক্ষক কমচারী সংখ্যা ৮১ জন (এমপিও ভূক্ত- ৬৩জন, এমপিওহীন- ১৮ জন)। অধ্যক্ষ ১ জন, উপাধ্যক্ষ ১ জন, সহকারী অধ্যাপক ১০ জন, প্রভাষক ৩৭ জন, গ্রন্হাগারিক ১ জন, সহকারী গ্রন্হাগারিক ১ জন, শরীর চচা শিক্ষক ১ জন, প্রদশক ৩ জন,কম্পউটার প্রদশক কাম-মেকানিক ১ জন, খতিব ১ জন. ইমাম ১ জন, মোয়াজ্জিম ১জন, প্রধান অফিস সহকারী ১জন, অফিস সহকারী ৩ জন, কম্পিউটার ল্যাব এসিস্ট্রেন্ট ২ জন, এমএলএস ৫ জন, নৈশ প্রহরী, ৩ জন, ড্রাইভার ২ জন, হেলপার ২ জন, বাবুচি ১জন।