১.গবাদিপশু ও হাঁস - মুরগির টিকাদান
(ক)গবাদিপশুর টিকাঃ-ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ফিল্ড এ্যাসিষ্ট্যান্ট , কৃত্রিম প্রজনন সহকারী ,
কৃত্রিম প্রজননস্বেচ্ছাসেবী অথবা কম্যুনিটি এক্সটেনশান এজেন্ট ফর
লাইভষ্টক (সিল ) এর সংগে যোগাযোগ করে টিকাদান ক্যাম্পের
মাধ্যমে টিকা দিয়ে নিতে হবে ।
(খ)হাঁস-মুরগীর টিকাঃ-ইউনিয়ন কাউন্সিল , কৃত্রিম প্রজনন পয়েন্ট বা সরাসরি উপজেলাপ্রাণিসম্পদঅফিস হ’তে সরকার নির্দ্ধারিত ফি প্রদান সাপেক্ষে টিকাবীজ সংগ্রহ করতে হবে ।
২।গবাদিপশু ও হাঁস-মুরগীর চিকিৎসা সেবা
সেবাগ্রহণ পদ্ধতিঃ
v গবাদিপশু ও হাঁস-মুরগী ইউনিয়ন প্রাণিসম্পদ কেন্দ্রে প্রাণিসম্পদ অফিসে এসে বিনামুল্যে
চিকিৎসা সেবাগ্রহণ করতে হবে ।
v ইউনিয়ন প্রাণিসম্পদ কেন্দ্রে / কৃত্রিম প্রজনন পয়েন্টে কর্মরত ইউ,এল,এ/
ভি,এফ,এ/এফ,এ (এ,আই) / সিলগণ ভেটেরিনারী সার্জন বা উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শসাপেক্ষে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান
করবেন এবং জনগণ তাঁদের গবাদিপশু ও হাঁস-মুরগী চিকিৎসা সেবা
বিনামুল্যে গ্রহণ করবেন ।
v অফিস সময়ের পূর্বে ও পরে পরামর্শ ফি প্রদান সাপেক্ষে চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে ।
৩। কৃত্রিম প্রজনন কর্মসূচীর মাধ্যমে জাত উন্নয়ন প্রতি ইউনিয়নে একটি করেকৃত্রিম প্রজনন পয়েন্ট ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে কৃত্রিম প্রজননউপকেন্দ্র রয়েছে । উক্ত প্রজনন কেন্দ্রগুলিতে কর্মরত কৃত্রিম প্রজননসহকারী / কৃত্রিম প্রজনন সেবাকর্মী নির্দ্ধারিত ফি গ্রহন সাপেক্ষে কৃত্রিমপ্রজনন সেবাদান করে থাকেন ।
৪। কৃষক পর্যায়ে উন্নত জাতের ঘাস উৎপাদনে উৎসাহ প্রদান ঘাস চাষের জন্য প্রয়োজনীয় কাটিং, চারা ,বীজ বিনামুল্যে বিতরণ ।
৫। বেসরকারী পর্যায়ে গবাদীপশুও হাঁস-মুরগীর খামারও বাচ্চা প্রতিপালন ইউনিট স্থাপনে উৎসাহ প্রদান ।
৬। গবাদীপশু ও হাঁস-মুরগীর খামারের আধুনিক ব্যবস্থাপনা , স্বাস্থ্যসম্মত বাসস্থান , মানসম্মত
খাদ্য , জীব নিরাপত্তা , রোগ প্রতিরোধ ও রোগের প্রতিকারবিষয়ে পরামর্শ প্রদান ।
৭। বেসরকারী পর্যায়ে গবাদীপশু ও হাঁস-মুরগীর খামারের রেজিষ্ট্রেশন প্রদান ।
৮। জবাইখানা পরিদর্শন ও মাংস পরীক্ষা করণ ।
৯। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের মাধ্যমে কৃষক পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর ।
কৃত্রিম প্রজনন সম্প্রসারণ
মাঠ সহকারী কৃত্রিম প্রজনন
গাভীগরম হওয়ার ১০-২০ ঘন্টার মধ্যে গাভীকে প্রজনন করানো হয়। খামারী /পশুরমালিকগণ গাভী গরম হওয়ার পর প্রজনন কেন্দ্রে নিয়ে আসে। উপযুক্ত পরীক্ষানিরীক্ষার পর সরকারী রশিদের মাধ্যমে ফি আদায়ের পর নিয়ম অনুযায়ী কৃত্রিমপ্রজনন করানো হয়।
গাভী গরম হওয়ার পর ১০-২০ ঘন্টার মধ্যে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস