শিক্ষা জাতীয় উন্নতির সোপান। অথনৈতিক প্রবৃদ্ধি পরিপাপের ক্ষেত্রে শিক্ষা “ব্যারোমিটার” হিসাবে কাজ করে থাকে। বতমান বিশ্ব ব্যবস্থায় জাতীয় শক্তির অন্যতম গুরুত্বপূণ পাদান তার অথণীতি। আর বতমান বাস্তবতায় ”শিক্ষা” এবং ”অথনীতি” এক অপরের পরিপূরক। শিক্ষা হল জাতীর দীঘমেয়াদী গুরুত্বপূণ বিনিয়োগ। শিক্ষা জাতীয় সম্পদ। অথনৈতিক মুক্তির অপর নাম শিক্ষা। সুস্থ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। বতমান বিশ্ব অথনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের সন্তানদেরকে সুশিক্ষত করতে হবে। একজন শিক্ষিত লোকই পারে শোষণ ও দুনীতিমুক্ত সমাজ গড়তে আর সুন্দর পরিবেশ এবং আদশ শিক্ষা প্রতিষ্ঠান।
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজটি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস